ঢাকাWednesday, 16 July 2025, 1 Shrabon 1432

ফের অনিল-ঐশ্বরিয়া ?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৫ জুন ২০১৭ , ১০:৩৭ এএম


loading/img

অনিল কাপুর ও ঐশ্বরিয়া রায় বচ্চন। বলিউডের জনপ্রিয় দুই তারকা। সবশেষ করন জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া। 

বিজ্ঞাপন

এরপর তার কাছে অনেক ছবির অফার আসতে থাকে। বিভিন্ন চিত্রনাট্যও পড়েছেন এ নায়িকা। কিন্তু পছন্দ মতো চরিত্র নাকি পাননি। নতুন খবর হলো এই রাকেশ ওমপ্রকাশ মেহরার পরের ছবি 'ফ্যানি খান'-এ অভিনয় করবেন তিনি।

গেলো বছর অনিল কাপুর শেয়ার করেছিলেন ছবিটির ফার্স্ট লুক। রাকেশের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অতুল মঞ্জরেকর। এ বছরের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। 

বিজ্ঞাপন

যদিও এ ব্যাপারে নিজে এখনো কিছুই নিশ্চিত করেননি অ্যাশ। রাকেশের তরফেও অফিশিয়ালি কিছু জানানো হয়নি। 'মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার' ছবি নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রাকেশ। এ ছবি শেষ করার পরই নতুন ছবি শুরু করবেন। খবর আনন্দবাজার পত্রিকা। 

এদিকে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া বলছিলেন, দু'টো চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তার মধ্যেই একটি 'ফ্যানি খান' জানিয়েছেন নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র। 

সেক্ষেত্রে 'হাম আপকে দিল ম্যায় রহে হ্যায়'-এর পর ফের অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঐশ্বরিয়া।  

বিজ্ঞাপন

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |